Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

বরাবর,

চেয়ারম্যান

মাদারবুনিয় ইউনিয়ন পরিষদ।

 

বিষয়ঃ ভাগ বন্টন প্রসঙ্গে।

 

বাদী                                            বিবাদী                                      স্বাক্ষী

 

আবুতালেব প্যাদা                                (১)মোসাঃ জুমিনা খাতুন                       (১) নসু কাজী

পিতা হামেজ প্যাদা                               জং হামেজ প্যাদা                              পিং মৃ: কাজী আফাজদ্দিন

সাং হাজিখালী                                   (২) আবু কালাম                              (২)মোবারক আকন

                                                 পিং হামেজ প্যাদা                            পিং মৃ: গনি আকন 

                                               (৩) জসিম                                   (৩) ইসমাইল আকন

                                                পিং হামেজ প্যাদা                             পিং মৃ: আহম্মদ আকন   

                                               (৪) মজিদ মাষ্টার                               (৪) ইউসুব আকন

                                                পিং অগ্রাজ্য                                   পিং মৃ:আহম্মদ আকন

                                               (৫)আঃ সত্তার প্যাদা

                                                পিং মৃ: আপ্তের প্যাদা

জনাব,

     বিনিত নিবেদন এই যে, ১নং বিবাদী আমার সৎ মা ২-৩ নং বিবাদী আমার সৎ ভাই ৪নং বিবাদী আমার খালু। বিবাদীরা কু-পরামর্শ করিয়া আমার পিতা কে ছলা পরামর্শ দিয়া আমার পিতার কাছ থেকে  আমার সৎ মায়ের নামে জমি দলিল করিয়া নিয়াছে । এত দিন আমরা জানিতে পারিনাই। আমাকে আলাদা বাড়ি করার জায়গা দিয়াছে সেখানে আমি বাড়ি ঘর করিয়াছি। বিগত ১৩-১৪ বছর গত হইয়াছে এর মধ্য কোন দিন কিছুই বলে নাই।১৫-২০দিন হইয়াছে আমাকে আমার বাড়ি থেকে নামিয়া যাইতে বলে। আমি পটুয়াখালী রেজিষ্টি অফিসে তালাশি দিয়া দেখি আমার পিতার সব সম্পত্তি আমার সৎ মায়ের নামে লিখিয়া নিয়াছে। তখন স্থানীয় গন্য মান্য ব্যক্তি গন ও ওয়ার্ডের মেম্বর সাহেব কে নিয়া সালিশী বৈঠক করি। বিবাদীরা সালিশী মানেনা। বিবাদীরা ৪ নং বিবাদীর ছলা পরামর্শে চলে। আমি কোন উপায় নাপাইয়া আপনার অফিসের সরনাপন্ন হই।

 

সেমতে প্রাথনা জনাব, যাহাতে আমার পিতার সম্পত্তি হইতে বঞ্চিত না হই তাহার সু- বিচার করার মর্জি হয়।

 

 

                  নিবেদক

 

 

                 আবুতালেব প্যাদা

                 পিতাঃ হামেজ প্যাদা

                 সাং-হাজিখালী