Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
কুড়ালিয়া নদী
Details

মাদারবুনিয়া ইউনিয়নের দক্ষিন পশ্চিম প্রান্তে মরিচবুনিয়া ও মাদারবুনিয়া ইউনিয়নকে পৃথক করে এ কুড়ালিয়া নদী । ইউনিয়নের দক্ষিন পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ করলেও অত্র ইউনিয়নকে দুটি ভাগে সুন্দর ভাবে ভাগকরেছে এই নদীটি। এ নদীটি অত্র ইউনিয়নের সকল মানুষের আশির্বাদ ও বটে। মালামাল পরিবহনে নদীপথে খরচ কম হওয়ায় অত্র ইউনিয়নের অনেক লোকই নদীপথে মালামাল পরিবহন করে।কুড়ালিয়া নদীটি তিনটি ইউনিয়নের বাজারগুলোতে মানুষের পন্য পরিবহনে ব্যাপক ভূমিকা রাখে।মাদারবুনিয়া ইউনিয়নের হাজিখালী ও বোতলবুনিয়া হাট, মরিচবুনিয়া ইউনিয়নের খাসের হাট, বড় বিঘাই ইউনিয়নের খাটাশিয়া হাটে পন্য পরিরহনে এ কুড়ালিয়া নদীর অবদান রয়েছে।